প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনার মুহূর্তের এক্সক্লুসিভ ভিডিও এশিয়ানেট নিউজ বাংলার হাতে। সামনে এল ঘটনার মুহূর্তের আরও কিছু ছবি। পঞ্জাবের হোসেনিওয়ালার যাওয়ার পথে হয় এই অবরোধ। অবরোধে আটকে যায় মোদীর কনভয়।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনার মুহূর্তের এক্সক্লুসিভ ভিডিও এশিয়ানেট নিউজ বাংলার হাতে। সামনে এল ঘটনার মুহূর্তের আরও বেশ কিছু ছবি। পঞ্জাবের হোসেনিওয়ালার যাওয়ার পথে হয় এই অবরোধ। অবরোধে আটকে যায় মোদীর কনভয়। ৫ জানুয়ারি, বুধবার ঘটে এই ঘটনা। প্রধানমন্ত্রী মোদীর কনভয়ের সামনে চলতে থাকে অবরোধ। ফিরোজপুরের কাছে একটি ফ্লাইওভারে আটকে থাকে কনভয়। প্রায় ২০ মিনিট ধরে আটকে থাকার পর ইউটার্ন নেয় প্রধানমন্ত্রীর কনভয়। সফর বাতিল করেই ফিরে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ঘটনায় নিন্দায় রাজনৈতিক মহল, কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ। প্রধানমন্ত্রীর কনভয়ের সামনে বিক্ষোভের জন্য দুঃখপ্রকাশ। এই ঘটনায় দুঃখপ্রকাশ করেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি। এই ঘটনা নিয়ে এখন রীতিমতো তোলপাড় রাজনৈতিক মহল। ইতিমধ্যেই শুরু হয়েছে এই ঘটনার তদন্ত।