যখন, তখন হানা দিচ্ছে হনুমানের দল। চলে যাচ্ছে ফসল নষ্ট করে। রেহাই পেতে বুদ্ধি বার করলেন কর্ণাটকের শিবমোগার নাল্লুর গ্রামের এক কৃষক। হনুমানদের ভয় পাওয়াতে নিজের পোষ্যটিকেই বানিয়ে ফেললেন বাঘ। আর তাতেই কেল্লফতে। হনুমানবাহিনী আর হয়নি এমুখো। তারপর থেকেই নিজের প্রিয় কুকুর বুলবুলকে বাঘ সাজিয়ে রেখেছেন ওই কৃষক। হনুমানের হানা থেকে রক্ষা পেতে এখন গ্রামের আর সকলেই এই পদ্ধতির সাহায্যে নিয়েছেন।
যখন, তখন হানা দিচ্ছে হনুমানের দল। চলে যাচ্ছে ফসল নষ্ট করে। রেহাই পেতে বুদ্ধি বার করলেন কর্ণাটকের শিবমোগার নাল্লুর গ্রামের এক কৃষক। হনুমানদের ভয় পাওয়াতে নিজের পোষ্যটিকেই বানিয়ে ফেললেন বাঘ। আর তাতেই কেল্লফতে। হনুমানবাহিনী আর হয়নি এমুখো। তারপর থেকেই নিজের প্রিয় কুকুর বুলবুলকে বাঘ সাজিয়ে রেখেছেন ওই কৃষক। হনুমানের হানা থেকে রক্ষা পেতে এখন গ্রামের আর সকলেই এই পদ্ধতির সাহায্যে নিয়েছেন।