শনিবার গোয়াতে প্রশিক্ষণ পর্বের শুরুতেই ভেঙে পড়ে একটি মিগ ২৯কে বিমান। বিমানটি ভেঙে পড়লেও পাইলটরা অক্ষত অবস্থায় বেরিয়ে আসতে সক্ষম হন বলে জানা গিয়েছে।
শনিবার গোয়াতে প্রশিক্ষণ পর্বের শুরুতেই ভেঙে পড়ে একটি মিগ ২৯কে বিমান। বিমানটি ভেঙে পড়লেও পাইলটরা অক্ষত অবস্থায় বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন বলে জানা গিয়েছে। নৌসেনার মুখপাত্র কামান্ডার বিবেক মাধোয়াল জানিয়েছেন, প্রশিক্ষণের শুরুতেই মিগ ২৯কে ভেঙে পড়ে। জনবহুল স্থানে যুদ্ধবিমানটি ভেঙে না পড়ার জন্য বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গিয়েছে। এক ঝাঁক পাখি বিমানের সামনে চলে আসে। তাদের ধাক্কাতে বিমানের ডান দিকের ইঞ্জিনে আগুন লেগে যায়। সেখান থেকেই এই দুর্ঘটনা। তবে ক্যাপ্টেন এম শেওখান্দ ও লেফটেন্যান্ট কমান্ডার দীপক যাদব যুদ্ধ বিমান থেকে নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন বলে নৌসেনার পক্ষ থেকে জানানো হয়েছে।