১০০ কোটি টিকাকরণের গণ্ডি পার ভারতের। শুক্রবার তাই নিয়েই জাতীর উদ্দেশে বিশেষ ভাষণ মোদীর। টিকা নিয়ে হাজারও প্রশ্নের জবাব এই ১০০ কোটি টিকাকরণ। এই সাফল্যকে সম্পূর্ণ দেশবাসীর সাফল্য বলে ব্যাখ্যা মোদীর। ভারতের মানুষ করোনা থেকে অনেক বেশি সুরক্ষিত। ফার্মা হাবের জন্য যে স্বীকৃতি পেয়েছিল ভারত তা আরও মজবুত হল। এটা একটা বড় সাফল্য ভারতের। ভারতের এই সাফল্য সবকা সাথ সবকা বিকাশের জলন্ত উদাহরণ। করোনা টিকায় সবার সমান অধিকার। রোগ সবার, তাই ভ্যাকসিন পাওয়ার অধিকারও সবার রয়েছে, বললেন মোদী। ক্রশম শক্তিশালী হচ্ছে ভারত। সেই সঙ্গেই 'মেড ইন ইন্ডিয়া'-র চাহিদা বাড়ছে দেশে।
১০০ কোটি টিকাকরণের গণ্ডি পার ভারতের। শুক্রবার তাই নিয়েই জাতীর উদ্দেশে বিশেষ ভাষণ মোদীর। টিকা নিয়ে হাজারও প্রশ্নের জবাব এই ১০০ কোটি টিকাকরণ। এই সাফল্যকে সম্পূর্ণ দেশবাসীর সাফল্য বলে ব্যাখ্যা মোদীর। ভারতের মানুষ করোনা থেকে অনেক বেশি সুরক্ষিত। ফার্মা হাবের জন্য যে স্বীকৃতি পেয়েছিল ভারত তা আরও মজবুত হল। এটা একটা বড় সাফল্য ভারতের। ভারতের এই সাফল্য সবকা সাথ সবকা বিকাশের জলন্ত উদাহরণ। করোনা টিকায় সবার সমান অধিকার। রোগ সবার, তাই ভ্যাকসিন পাওয়ার অধিকারও সবার রয়েছে, বললেন মোদী। ক্রশম শক্তিশালী হচ্ছে ভারত। সেই সঙ্গেই 'মেড ইন ইন্ডিয়া'-র চাহিদা বাড়ছে দেশে।