বেশ কয়েক দিন ধরেই চিতার হানায় ত্রস্ত ছিল গ্রামের লোক। খবর দেওয়া হয়েছিল বনদফতের কর্মীদের। তারপরই পুলিশ নিয়ে চিতা ধরতে আসে বনকর্মীরা।
বেশ কয়েক দিন ধরেই চিতার হানায় ত্রস্ত ছিল গ্রামের লোক। খবর দেওয়া হয়েছিল বনদফতের কর্মীদের। তারপরই পুলিশ নিয়ে চিতা ধরতে আসে বনকর্মীরা। কিন্তু পাল্টা চিতাই হামলা চালায় বনকর্মীদের লক্ষ্য করে। এই ঘটনায় দুই বনকর্মী আহত হয়েছেন। রীতিমত দাপট দেখিয়ে চিতা এপ্রান্ত থেকে ওপ্রান্ত ছোটাছুটি করে। ভিডিওতে দেখা যাচ্ছে চিতাটি একাধিকবার ঝাঁপিয়ে পড়েছে উদ্ধারকারী দলের সদস্যদের ওপর। কিন্তু প্রচন্ড সাহসের সঙ্গেই উদ্ধারকারী দল চিতাটিকে বাগে আনার চেষ্টা করছে। পানিপথের পুলিশ সুপার চিতার এই ভিডিওটি শেয়ার করেছেন। একই সঙ্গে তিনি উদ্ধারকারী দলের সদস্যদের প্রশংসা করেছেন। ভিডিওটি রীতিমত ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া। এক ব্যবহারকারী জানিয়েছেন উদ্ধারকারী দলের সদস্যদের কাজ কতটা কঠিন তা স্পষ্ট হয়েছে এই ভিডিওতে।