শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন অ্যাঞ্জেলা মর্কেল। অ্যাঞ্জেলা মর্কেলের সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, জার্মানির সঙ্গে এদিন মোট পাঁচটি চুক্তি হয়েছে।
দুই দিনের সফরে বৃহস্পতিবার রাতে ভারতে আসেন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মর্কেল ভারতে আসেন। তাঁকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী দপ্তরের প্রধান আধিকারিক জিতেন্দ্র সিং। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন অ্যাঞ্জেলা মর্কেল। অ্যাঞ্জেলা মর্কেলের সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, জার্মানির সঙ্গে এদিন মোট পাঁচটি চুক্তি হয়েছে। ভারত ও জার্মানির মধ্যে নতুন ও উন্নত প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, শিক্ষা ও সাইবার সুরক্ষার ক্ষেত্রে একে অপরকে সাহায্য করতে চলেছে।