ভারত সরকার দ্বিতীয়বারের জন্য এয়ার ইন্ডিয়ার বিলগ্নিকরণ প্রক্রিয়া শুরু করল। দুই বছর আগে এরকম চেষ্টা করা হয়েছিল। সেবার কোনো সাড়াই পাওয়া যায়নি।
ভারত সরকার দ্বিতীয়বারের জন্য এয়ার ইন্ডিয়ার বিলগ্নিকরণ প্রক্রিয়া শুরু করল। দুই বছর আগে এরকম চেষ্টা করা হয়েছিল। সেবার কোনো সাড়াই পাওয়া যায়নি।
প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৭ মার্চের মধ্যে আগ্রহ দেখিয়ে প্রাথমিক নথি জমা দিতে হবে, পাশাপাশি কেনার ব্যাপারে আগ্রহীদের এয়ার ইন্ডিয়ার ২৩,২৮৭ কোটি টাকা ঋণের ও অন্যান্য দায়িত্ব নিতে হবে।
পাশাপাশি, এই বিমান সংস্থার মালিকানা ও নিয়ন্ত্রণ কোনও ভারতীয়র কাছেই থাকতে হবে।
২০১৮ সালে ভারত সরকার এয়ার ইন্ডিয়ার ৭৬ শতাংশ শেয়ার বিক্রি করতে চেয়েছিল। আগের বার যে শর্ত দেওয়া হয়েছিল, তাতে সম্ভাব্য ক্রেতার ৩৩,৩৯২ কোটি টাকার ঋণ ও বর্তমান দায় নেবার কথা ছিল।
মহারাজা মাসকটের জন্য বিখ্যাত এয়ার ইন্ডিয়ায় বর্তমানে স্থায়ী ও চুক্তি ভিত্তিক মিলিয়ে মোট কর্মী রয়েছেন ১৩,০০০ জন, যার মধ্যে পাইলেটর সংখ্যা ১,৮৫০ বোশি এবং কেবিন ক্রু রয়েছেন ৪.৬০০ জন।