যুগান্তকারী নির্দেশ দিল ত্রিপুরা হাইকোর্ট, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার জন্য গ্রেফতার হওয়া এক ব্যক্তির বিরুদ্ধে মামলা করা থেকে পুলিশকে বিরত থাকার কথা বলা হল। এই মামলায় পুলিশকে আর কোনও গ্রেফতার করতে নিষেধ করেছেন প্রধান বিচারপতি আকিল কুরেশি।
যুগান্তকারী নির্দেশ দিল ত্রিপুরা হাইকোর্ট, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার জন্য গ্রেফতার হওয়া এক ব্যক্তির বিরুদ্ধে মামলা করা থেকে পুলিশকে বিরত থাকার কথা বলা হল। এই মামলায় পুলিশকে আর কোনও গ্রেফতার করতে নিষেধ করেছেন প্রধান বিচারপতি আকিল কুরেশি।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার জন্য গ্রেফতার ও হয়রানির শিকার হওয়া কংগ্রেস যুবকর্মী অরিন্দম ভট্টাচার্যের আইনজীবীর আবেদনের পর গত শুক্রবার প্রধান বিচারপতি এই আদেশটি পাস করেন। শ্রী ভট্টাচার্য ফেসবুকে নাগরিকত্ব আইন নিয়ে ভারতীয় জনতা পার্টির অনলাইন ক্যাম্পেনের সমালোচনা করেছিলেন এবং ভুল করেও প্রদত্ত ফোন নম্বরে ডায়াল না করার জন্য সকলকে সতর্ক করেছিলেন।
প্রধান বিচরপতি রায় দিতে গিয়ে মন্তব্য করেন, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা সরকারি কর্মচারী সহ দেশের সকল নাগরকিদের মৌলিক অধিকারের মধ্যে পড়ে।
আদালতের নির্দেশিকা পাওয়ার পর পুলিশ এই ধরণের এফআইআর দায়েরের সময় ভারতীয় দণ্ডবিধির ১২০ (বি) এবং ১৫৩ (এ) ধারা মুছে ফেলেছে।