প্রায় প্রতিটা দিনের পিছনেই লুকিয়ে রয়েছে নানান ইতিহাস। এমন অনেক সব ঘটনা রয়েছে যা অনেকেরই অজানা। প্রতিটি দিনেরই রয়েছে কোন না কোন বিশেষত্ব। ১৮৯০ সালে আজকের দিনটি রবিবার ছিল। এদিন থেকেই ভারতে রবিবার দিনটি ছুটি নির্ধারিত হয়। ১৯০৫ সালে বঙ্গীয় শিল্পকলা গঠিত হয়। অবনীন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগে এটি গঠিত হয়। ১০ জুন (১৯৬৫) দিনটিতে অতীন্দ্রনাথ বসুর মৃত্যু হয়। বাঙালি বিপ্লবী ছিলেন তিনি। ১৯৫৫ সালে আজকের দিনে প্রকাশ পাড়ুকোন জন্মগ্রহণ করেন। ভারতের অন্যতম ব্যাডমিন্টন খেলোয়াড় তিনি।