প্রায় প্রতিটা দিনের পিছনেই লুকিয়ে রয়েছে নানান ইতিহাস। এমন অনেক সব ঘটনা রয়েছে যা অনেকেরই অজানা। প্রতিটি দিনেরই রয়েছে কোন না কোন বিশেষত্ব। ২৩ জুন দিনটি পলাশি দিবস হিসাবে পালিত হয়। এই দিনই বাংলার নবাব ইংরেজদের কাছে পরাজিত হয়। ১৯৪৮ সালে আজকের দিনেই জন্ম হয় নবারুণ ভট্টাচার্য -র। ভারতীয় বাঙালি কবি ও কথাসাহিত্যিক ছিলেন তিনি। ১৯৮০ সালে আজকের দিনে সঞ্জয় গান্ধী -র মৃত্যু হয়। ভারতীয় রাজনীতিবিদ এবং ইন্দিরা গান্ধী -র পুত্র তিনি। ২৩ জুন (১৯৬৩) ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় -এর মৃত্যু হয়। ভারতীয় জন সংঘ (বিজেপি) প্রতিষ্ঠাতা ছিলেন তিনি। ২৩ জুন দিনটি অলিম্পিক দিবস হিসাবে পালিত হয়। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি এই দিনেই প্রতিষ্ঠিত হয়।