প্রায় প্রতিটা দিনের পিছনেই লুকিয়ে রয়েছে নানান ইতিহাস। এমন অনেক সব ঘটনা রয়েছে যা অনেকেরই অজানা। প্রতিটি দিনেরই রয়েছে কোন না কোন বিশেষত্ব। ২৩ জুন দিনটি পলাশি দিবস হিসাবে পালিত হয়। এই দিনই বাংলার নবাব ইংরেজদের কাছে পরাজিত হয়। ১৮১৯ সালে আজকের দিনে জন্ম হয় রাজেন্দ্র মল্লিকের। কলকাতার মার্বেল প্যালেস প্রতিষ্ঠাতা ছিলেন তিনি। ২৪ জুন (১৯৮৭) লিওনেল মেসি -র জন্মদিন। আর্জেন্টিনীয় ফুটবলার হিসাবে জনপ্রিয় তিনি৷ ১৯৮০ সালে আজকের দিনে মৃত্যু হয় ভারতরত্ন বরাহগিরি ভেঙ্কট গিরি -র। ভারতের চতুর্থ রাষ্ট্রপতি ছিলেন তিনি। ২৪ জুন (১৮৯৭) পণ্ডিত ওমকারনাথ ঠাকুরের জন্ম হয়। ভারতীয় সঙ্গীতজ্ঞ ছিলেন তিনি।