প্রায় প্রতিটা দিনের পিছনেই লুকিয়ে রয়েছে নানান ইতিহাস। এমন অনেক সব ঘটনা রয়েছে যা অনেকেরই অজানা। প্রতিটি দিনেরই রয়েছে কোন না কোন বিশেষত্ব। ২৯ জুন (১৮৬৪) আশুতোষ মুখোপাধ্যায়ের জন্ম হয়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ছিলেন তিনি। ২৯ জুন (১৮৯৩) প্রশান্ত চন্দ্র মহলানবীশের জন্ম হয়। তিনি ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট -এর প্রতিষ্ঠাতা। ২৯ জুন (১৯০৯) শ্যামাদাস চট্টোপাধ্যায়ের জন্ম হয়। তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণুবিজ্ঞানী ছিলেন। ২৯ জুন (১৮৭৩) মাইকেল মধুসূদন দত্ত -র মৃত্যু হয়। উনিশ শতকের জনপ্রিয় বাঙালি কবি ছিলেন তিনি।