প্রায় প্রতিটা দিনের পিছনেই লুকিয়ে রয়েছে নানান ইতিহাস। এমন অনেক সব ঘটনা রয়েছে যা অনেকেরই অজানা। প্রতিটি দিনেরই রয়েছে কোন না কোন বিশেষত্ব।আজকের দিনেই(১৭৯৯) বীর সেনানী টিপু সুলতানকে সমাহিত করা হয়। তিনি ছিলেন ব্রিটিশ ভারতের মহীশূর রাজ্যের শাসনকর্তা। ১৯৩০ সালের এই দিনে ভারত শাসনকারী ব্রিটিশ সরকার মোহনদাস করমচাঁদ গান্ধীকে বিনা বিচারে বন্দি করে। ১৯১১ সালের আজকের দিনেই প্রীতিলতা ওয়াদ্দেদার, স্বাধীনতা আন্দোলনের অন্যতম বাঙালি নারী জন্মগ্রহণ করেন। ১৯২৮ সালের আজকের দিনেই যুক্তিবাদী সুপণ্ডিত ও বাঙালি চলচ্চিত্রাভিনেতা বসন্ত চৌধুরী জন্মগ্রহণ করেন।