অযোধ্যার এই স্থানে রাম মন্দির নির্মাণে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে সকলকে। কারণ এর ভিত যেমন মজবুত করা দরকার ছিল, তেমনি এই মন্দিরের স্থাপত্যে কীভাবে লোহার ব্যবহার না করা যায়- এমন সব বিষয়। কারিগরি বিদ্যা থেকে শুরু করে স্থাপত্যশৈলীর বিশেষজ্ঞদের পরামর্শও নেওয়া হয়েছে এই মন্দির নির্মাণে। এই এক্সক্লুসিভ সাক্ষাৎকারে উঠে এসেছে এমনই সব চমকপ্রদ তথ্য।
রাম মন্দির নির্মাণ স্থলে এশিয়ানেট নিউজ। আমরা হাজির মন্দির তৈরির হালহকিকত জানতে। ২০২০ সালের অযোধ্যা মামলায় সুপ্রিম কোর্ট যে চূড়ান্ত রায় ঘোষণা করে তাতে রাম মন্দির তৈরির অনুমতি মিলেছিল। এরপর সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছিলেন রাম মন্দির নির্মাণের জন্য একটি ট্রাস্ট গঠন করা হয়েছে। এই ট্রাস্ট্রেরই চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছিল নৃপেন্দ্র মিশ্রকে। যিনি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদেও একটা সময় কাজ করেছিলেন। প্রতিমাসেই রাম মন্দির নির্মাণস্থলে যান নৃপেন্দ্র এবং খতিয়ে দেখেন কাজের অগ্রগতি। এহেন নৃপেন্দ্র মিশ্র-র মুখোমুখি হয়েছিলেন এশিয়ানেট নিউজের প্রতিনিধি রাজেশ কালরা। এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে উঠে এল রাম মন্দির নির্মাণের কাজের অগ্রগতি থেকে নানা চমকপ্রদ তথ্য। যা শুনে মনে করা হচ্ছে যে রাম মন্দির আগামী দিনের বিশ্বের কাছে স্থাপত্যের এক নয়া বিস্ময় হতে চলেছে। অযোধ্যার এই স্থানে রাম মন্দির নির্মাণে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে সকলকে। কারণ এর ভিত যেমন মজবুত করা দরকার ছিল, তেমনি এই মন্দিরের স্থাপত্যে কীভাবে লোহার ব্যবহার না করা যায়- এমন সব বিষয়। কারিগরি বিদ্যা থেকে শুরু করে স্থাপত্যশৈলীর বিশেষজ্ঞদের পরামর্শও নেওয়া হয়েছে এই মন্দির নির্মাণে। এই এক্সক্লুসিভ সাক্ষাৎকারে উঠে এসেছে এমনই সব চমকপ্রদ তথ্য। যা হয়তো এখনও বহু মানুষের অজানা। আর সেই সঙ্গে মন্দিরের গর্ভগৃহ থেকে শুরু করে নির্মাণকাজের টাটকা সব ছবি। পুরো সাক্ষাৎকার দেখতে চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলায়। রবিবার দিনভর আমরা তুলে ধরব রাম মন্দির নির্মাণের সব অবাক করা গল্প।