কৃষি বিলের প্রতিবাদে ট্র্যাক্টর ব়্যালি কৃষকদের। সেই ব়্যালিকে কেন্দ্র করেই ধুন্ধুমার রাজধানীতে। পুলিশের তৈরি ব্যারিকেড ভেঙে দেয় কৃষকরা। কৃষকদের আটকাতে চলে লাঠি, জলকামান। তাঁদের দিকে ছোঁড়া হয় কাঁদানে গ্যাসও। কেন্দ্রের তিন কৃষি আইনের প্রতিবাদে এই মিছিল। মিছিলের কথা আগেই ঘোষণা করেছিল কৃষকরা। পুলিশ তাদের নির্দিষ্ট পথে মিছিল করার অনুমতিও দেয়। এই মিছিল কেন্দ্র করেই উত্তপ্ত রাজধানী।