আমরা প্রতিদিন নিশ্চিন্তে যখন ঘুমাচ্ছি ঠিক তখনই সীমান্তের দুর্গম পরিস্থিতিতে চলছে ভারতীয় সেনাদের প্রশিক্ষণ। লক্ষ শুধু একটাই, দেশকে রক্ষা করা। প্রতিদিন প্রতি মুহূর্তে তারা নিজেদের প্রমাণ করে চলেছে। আর তার জন্য তারা যেকোও বিপদের সম্মুখিন হতেও প্রস্তুত। প্রতি মুহূর্তে তারা লড়ছে আমাদের রক্ষা করার উদ্দেশ্যেই। মৃত্যু ভয়ও তাদের কাছে হার মেনেছে। আর সেই রকমই হাড় হিম করা কিছু মুহূর্তের ছবি ভারতীয় সেনারা তুলে ধরলো আমাদের সামনে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই উঠে এল সেই ছবি আমাদের সামনে। যেখানে চারপাশে বরফ আর তার মাঝখানেই চলছে তাদের প্রশিক্ষণ।