রাজস্থানের জয়সলমেরে এখন চলছে ভারতীয় সেনার প্রস্তুতি শিবির। ভারতীয় সেনার সুদর্শন চক্র শাখার জওয়ানরা করছেন অনুশীলন। তাই গোলা-গুলির আওয়াজে এখন সরগরম মরুনগরী। প্রায় ৪০ হাজার সেনাকর্মী অংশ নিয়েছেন এই অনুশীলনে।
রাজস্থানের জয়সলমেরে এখন চলছে ভারতীয় সেনার প্রস্তুতি শিবির। ভারতীয় সেনার সুদর্শন চক্র শাখার জওয়ানরা করছেন অনুশীলন। তাই গোলা-গুলির আওয়াজে এখন সরগরম মরুনগরী। প্রায় ৪০ হাজার সেনাকর্মী অংশ নিয়েছেন এই অনুশীলনে। এই প্রশিক্ষণ শিবিরের আনুষ্ঠানিক নাম দেওয়া হয়েছে ‘সিন্ধু সুদর্শন’। চপার থেকে ভারী ট্যাঙ্ক সবকিছু নিয়েই চলছে প্রশিক্ষণ শিবির। আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত মরু শহরে এভাবেই জওয়ানরা প্রশিক্ষণ নেবেন বলে সেনা সূত্রে জানা গেছে।