জয়বাবা ফেলুনাথ চলচ্চিত্রে বডিবিল্ডার জানিয়েছিলেন মানব দেহ একটা মন্দিরের মতো। আর বিভিন্ন পেশি, সেই মন্দিরের দেওয়ালের কারুকার্য। এই মন্দির প্রদর্শন করেই ২০১৯ সালে চিতারেশ নাটেসন, দক্ষিণ কোরিয়ায় আয়োজিত ওয়ার্ল্ড বডিবিল্ডিং অ্যান্ড ফিজিক স্পোর্টস চ্যাম্পিয়নশিপে তিনি প্রথম ভারতীয় হিসাবে মিস্টার ইউনিভার্স খেতাব জিতেছেন। এই প্রতিযোগিতার আয়োজন করে ওয়ার্ল্ড বডিবিল্ডিং অ্যান্ড ফিজিক স্পোর্টস ফেডারেশন বা ডাব্লুবিপিএফ। দিল্লির বাসিন্দা হলেও আদতে চিতারেশ মালয়ালি বডিবিল্ডার। দেহগত বৈশিষ্টের জন্য সার্কিটে তিনি 'ইন্ডিয়ান মনস্টার' নামেই বেশি পরিচিত।
জয়বাবা ফেলুনাথ চলচ্চিত্রে বডিবিল্ডার জানিয়েছিলেন মানব দেহ একটা মন্দিরের মতো। আর বিভিন্ন পেশি, সেই মন্দিরের দেওয়ালের কারুকার্য। এই মন্দির প্রদর্শন করেই ২০১৯ সালে চিতারেশ নাটেসন, দক্ষিণ কোরিয়ায় আয়োজিত ওয়ার্ল্ড বডিবিল্ডিং অ্যান্ড ফিজিক স্পোর্টস চ্যাম্পিয়নশিপে তিনি প্রথম ভারতীয় হিসাবে মিস্টার ইউনিভার্স খেতাব জিতেছেন। এই প্রতিযোগিতার আয়োজন করে ওয়ার্ল্ড বডিবিল্ডিং অ্যান্ড ফিজিক স্পোর্টস ফেডারেশন বা ডাব্লুবিপিএফ। দিল্লির বাসিন্দা হলেও আদতে চিতারেশ মালয়ালি বডিবিল্ডার। দেহগত বৈশিষ্টের জন্য সার্কিটে তিনি 'ইন্ডিয়ান মনস্টার' নামেই বেশি পরিচিত।