প্রয়াত সেনাদের সম্মান জানানো হল বিমানের মধ্যেই। এমনই ছবি উঠে এল সোশ্যাল মিডিয়ার মাধ্যামে। ইন্ডিগো বিমানে করে নিয়ে যাওয়া হয়েছে শহিদ জওয়ানদের দেহ। তাই তাদের সম্মানিত করতে যাত্রীদের উদ্দেশে বিশেষ বার্তা পাইলটের। আগে সেনাদের নামার পরই যাত্রীদের নামার অনুরোধ করেন তিনি। সেনাদের সম্মানিত করতেই তারা এই সমস্ত কিছুর আয়োজন করেন।