বসিরহাটের স্বরূপনগর থানার বিথারি সীমান্তে বিএসএফের নজরে এড়িয়ে ভারতে অনুপ্রবেশ ,আটক করা হয় ছয় বাংলাদেশীকে
বসিরহাটের বিথারি এলাকায় সন্দেহজনকভাবে ছয় জন ঘোরাঘুরি করছিল | সেই সময় ১১২ নম্বর ব্যাটেলিয়ানের সীমান্ত রক্ষীর সন্দেহ হয় | তাদের জিজ্ঞাসাবাদ করতে তারা জানান ,বাংলাদেশ থেকে ভারতে ঢুকেছে | কোন বৈধ কাগজপত্র না থাকায় ছয় জনকে স্বরুপনগর থানার পুলিশের হাতে তুলে দেয়া হয় | গত তিন দিনে মোট ১০ জন বাংলাদেশিকে গ্রেফতার করল সীমান্ত রক্ষী বাহিনী