লেহ-র প্রাকৃতিক সৌন্দর্য্যে মন কেড়ে নেয়।এই শান্ত, নৌসর্গিক পরিবেশেই জেতাভানা মনেস্ট্রিতে গত তিন মাস ধরে ধ্যানে মগ্ন ছিলেন থাইল্যান্ড থেকে আসা বৌদ্ধ সন্ন্যাসীদের দল।
লেহ-র প্রাকৃতিক সৌন্দর্য্যে মন কেড়ে নেয়।এই শান্ত, নৌসর্গিক পরিবেশেই জেতাভানা মনেস্ট্রিতে গত তিন মাস ধরে ধ্যানে মগ্ন ছিলেন থাইল্যান্ড থেকে আসা বৌদ্ধ সন্ন্যাসীদের দল। যার পোশাকি নাম 'কাঠিনা সিভারা ডানা'। যারা এই কঠিন অধ্যাবসায় সাধন করতে পেরেছিলেন তাদের জন্য মহাবোধি ইন্টারন্যাশনাল মেডিটেশন সেন্টার আয়োজন করেছিল বিশেষ অনুষ্ঠানের।