দেশের হিরো এখন কলকাতায় মেয়ে মহাশ্বেতা চক্রবর্তী। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের সীমান্ত দেশ থেকে বিমান চালিয়ে ৮০০ ভারতীয় ছাত্র-ছাত্রীকে উদ্ধার করেছে সে। ২৭ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত এই উদ্ধার অভিযানে সামিল হয়েছিল মহাশ্বেতা।
বিমান নিয়ে ইউক্রেনে আটকে থাকা ছাত্র-ছাত্রীদের উদ্ধার। কলকাতার মেয়ের কীর্তিতে গর্বিত দেশ। মেয়ের এই কাজের জন্য গর্বীত মা, সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে মেয়েকে কুর্ণিশ জানিয়েছেন মা। কলকাতার মেয়ে মহাশ্বেতা চক্রবর্তী অংশ নিলেন উদ্ধার অভিযানে। ইউক্রেনে আটকদের উদ্ধার করতে অপারেশন গঙ্গার সদস্য মহাশ্বেতা। ৮০০ ছেলে-মেয়েকে বিমানে করে ভারতে নিয়ে এসেছেন মহাশ্বেতারা। ইউক্রেনের ওয়ার জোনে আটকে থাকা ছাত্র-ছাত্রীদের উদ্ধার। কীভাবে পায়ে হেঁটে ছেলে-মেয়েরা পৌঁছেছেন নিরাপদ আশ্রয়ে। এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে ভাগ করে নিলেন সেই কাহিনি। মাত্র ২ ঘণ্টার নোটিসে রাতের অন্ধকারে ইস্তান্বুল পাড়ি মহাশ্বেতার। এরপর সেখান থেকে তাঁরা বিমান নিয়ে পৌঁছন পোল্যান্ডে। সেখান থেকে ছাত্র-ছাত্রীদের নিয়ে ইস্তান্বুল হয়ে দিল্লি নিয়ে আসেন। ২৭ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ মোট ৬টি উড়ানের পাইলট ছিলেন মহাশ্বেতা। ৪টি উড়ান তিনি করেছেন পোল্যান্ডে. ২টি হাঙ্গেরিতে। যুদ্ধে মানুষের অসহায়তা, তাদের আতঙ্কে কোনওভাবে ভুলতে পারছেন না।