জলে পড়েছেন গজরাজ। একেবারে বেদম অবস্থা তার। আর তাকে উদ্ধার করতে গিয়ে নাজেহাল বনকর্মীরা।
জলে পড়েছেন গজরাজ। একেবারে বেদম অবস্থা তার। আর তাকে উদ্ধার করতে গিয়ে নাজেহাল বনকর্মীরা। ঘটনা ওড়িশার সুন্দরগড়ে। এখানকার একটি কুয়োয় পড়ে যায় পূর্ণবয়স্ক হাতিটি। জল থেকেউঠতে তখন দাপাদাপি করে চলেছে গজরাজ। স্থানীয় গ্রামবাসীদের কাছে খবর পেয়েই হাতিটিকে উদ্ধার করতে হাজির হয় বনকর্মীরা। আসেন বন আধিকারিকরা। আসে দমকলও। শেষপর্যন্ত ঘণ্টা খানেকের চেষ্টায় দড়ি বেঁধে উদ্ধার করা হয় হাতিটিকে। জল থেকে উঠেই পই পই করে জঙ্গলের দিকে দৌঁড় লাগায় হাতিটি।