মহারাষ্ট্র, কর্ণটকের মত বৃষ্টিতে নাজেহাল দক্ষিণ ভারতের আরেক রাজ্য অন্ধপ্রদেশেও। ভীর বৃষ্টি চলছে উপকূলীয় এলাকা জুড়ে, আর তার জেরেই ভেঙে পড়ল সৈকত নগরী বিশাখাপত্তনম থেকে ১৫ কিমি দূরে অবস্থিত বৌদ্ধবিহার থোতলাকোণ্ডার মহাস্তূপ।
মহারাষ্ট্র, কর্ণাটকের মত বৃষ্টিতে নাজেহাল দক্ষিণ ভারতের আরেক রাজ্য অন্ধপ্রদেশেও। ভীর বৃষ্টি চলছে উপকূলীয় এলাকা জুড়ে, আর তার জেরেই ভেঙে পড়ল সৈকত নগরী বিশাখাপত্তনম থেকে ১৫ কিমি দূরে অবস্থিত বৌদ্ধবিহার থোতলাকোণ্ডার মহাস্তূপ। ১০ একর জায়গা জুড়ে পাহাড়ি টিলায় ছড়িয়ে রয়েছে খ্রীষ্টপূর্ব দ্বিতীয় শতক থেকে সপ্তম শতকের নানা বৌদ্ধকীর্তি। অন্ধ্র পুরাতত্ত্ব দফতরের তত্ত্বাবাধানে এখানে নিত্যনতুন ধ্বংসাবশেষ আবিষ্কৃত হচ্ছে। এই হেরিটেজ এলাকাটিকে সংরক্ষণের চেষ্টা চালান হচ্ছে। গবেষকদের অনুমান কলিঙ্গ রাজাদের প্রভাবে থোতলাকোণ্ডা একদা বৌদ্ধকেন্দ্র হিসাবে সারা ভারতে প্রসিদ্ধ লাভ করেছিল। প্রবল বৃষ্টিতে ভেঙে পড়ল সেই ঐতিহাসিক নিদর্শনের একটা বড় অংশ।