দ্বিতীয়বার গোয়া সফরে মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়েই ফের মোদীকে বিঁধলেন মমতা। কাশীতে গিয়ে গঙ্গায় স্নান করেছেন মোদী। সেই ভিডিও প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়। 'ভোট আসলেই গঙ্গায় ডুব দেয় মোদী'।
দ্বিতীয়বার গোয়া সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়েই ফের মোদীকে বিঁধলেন মমতা। কাশীতে গিয়ে গঙ্গায় স্নান করেছেন মোদী। সেই ভিডিও প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়। 'ভোট আসলেই গঙ্গায় ডুব দেয় মোদী'। গঙ্গাস্নান নিয়ে মোদীকে বিঁধলেন মমতা। প্রসঙ্গত, দুদিনের কাশী সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমাবার কাশীতে বিশ্বনাথ মন্দিরের করিডোর উদ্বোধন করছেন মোদী। তার আগে গঙ্গায় স্নান করেন তিনি। সেখানে মন্দিরে পুজোও দেন। মোদীর এই গঙ্গা স্নান নিয়েই প্রাধানমন্ত্রীকে বিঁধলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা এদিন গোয়া থেকে বলেন, ভোট আসলেই মোদী গঙ্গা স্নান করেন। সারা বছর কোথায় থাকেন মোদী, এমন প্রশ্নও ছুঁড়ে দেন তিনি। তৃণমূল কখনও এমনটা করে না। এদিন তিনি এও বলেন করোনার মৃতদেহ গঙ্গায় ভাসিয়ে গঙ্গাকে অপবিত্র করেছে ইউপি সরকার।