কৃষিবিল নিয়ে আন্দোলনে নেমেছেন কৃষকরা। আন্দোলনরত সেই কৃষকদের পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফোনে কথা বললেন কৃষকদের সঙ্গে। তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়ানের মোবাইল থেকে কথা হয় তাঁর। কৃষি বিল প্রত্যাহার না হলে আন্দোলন চলুক, বললেন মমতা। পাশাপাশি তিনি জানালেন পুরো হিন্দুস্থান আছে তাদের পাশে। গোটা হিন্দুস্থানের লড়াই এই লড়াই। কৃষকদের স্বার্থের জন্য তৃণমূল বরাবর আন্দোলন করেছে। তৃণমূল সরকার আছে কৃষদের পাশে। মোবাইল বার্তায় এই কথাই জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এও জানালেন 'সিঙ্গুরের চাষিদের জন্য আমি অনশন করেছিলাম', কৃষিবিল-এ পুরোপুরি কৃষি বিরোধী বিষয় রাখা হয়েছে তাই আন্দোলন চালিয়ে যাওয়ার নির্দেশ দিলেন মমতা। এছাড়াও মোদি সরকারের নামেও নানান মন্তব্য করলেন তিনি। বললেন ভারত সরকার ভারতকে বেচে দিতে চাইছে। সেই সঙ্গেই বললেন তাঁদের এই আন্দোলন সফল হবেই হবে। মমতার অবস্থানকে সমর্থন করছেন কৃষকরা। পাশাপাশি মুখ্যমন্ত্রীকে পাশে পেয়ে ধন্যবাদও জানালেন তাঁরা।