টানা বৃষ্টিতে ভয়াবহ পরিস্থিতি উত্তরাখন্ডে। মেঘ ভাঙা বৃষ্টি‐ভূমিধসে বিপর্যস্ত উত্তরাখন্ড (Uttarakhand)। বৃষ্টি এবং ভূমিধসের জেরে সেখানে আটকে বহু পর্যটক। কম করে ১০০ জন বাঙালি আটকে উত্তরাখন্ডের কৌশানিতে। ভূমিধসে সেখানে মৃত্যু হয়েছে ৭ জন পর্যটকের। বন্ধ কৌশানি থেকে নৈনিতালের রাস্তা (Nainital)। ৪৮ ঘন্টার মধ্যে আবহাওয়ার উন্নতি হতে পারে বলে জানা যাচ্ছে।
টানা বৃষ্টিতে ভয়াবহ পরিস্থিতি উত্তরাখন্ডে। মেঘ ভাঙা বৃষ্টি‐ভূমিধসে বিপর্যস্ত উত্তরাখন্ড (Uttarakhand)। বৃষ্টি এবং ভূমিধসের জেরে সেখানে আটকে বহু পর্যটক। কম করে ১০০ জন বাঙালি আটকে উত্তরাখন্ডের কৌশানিতে। ভূমিধসে সেখানে মৃত্যু হয়েছে ৭ জন পর্যটকের। বন্ধ কৌশানি থেকে নৈনিতালের রাস্তা (Nainital)। ৪৮ ঘন্টার মধ্যে আবহাওয়ার উন্নতি হতে পারে বলে জানা যাচ্ছে।