সোমবার গ্রেফতার করা হয়েছে ফিরহাদ হাকিম সহ ৪ জনকে। নারদ কান্ডে সিবিআই -এর হাতে গ্রেফতার হয়েছেন তাঁরা। এই নিয়েই এবার ম্যাথু স্যামুয়েলের মন্তব্য। 'ন্য়ায় বিচার সবার ক্ষেত্রে প্রযোজ্য', বললেন ম্যাথু। শুভেন্দু অধিকারী এখনও কেনও গ্রেফতার হয়নি সেই নিয়েও তুললেন প্রশ্ন। তিনি জানালেন, শুভেন্দু অধিকারীকে নিয়েও সমস্ত তথ্যই তিনি সিবিআই -কে দিয়েছেন।