রাফাল-এর পর সাবমেরিন, ফের পছন্দের পুঁজিপতিকে 'পাইয়ে' দেওয়ার অভিযোগ মোদীর বিরুদ্ধে

কংগ্রেস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে আদনী গোষ্ঠী-কে ৪৫,০০০ কোটি টাকার ৭৫-আই সাবমেরিন প্রকল্প 'অনুগ্রহ' দেওয়ার অভিযোগ করেছে। তারা বলেছে সরকার 'ঘনিষ্ঠ পুঁজিবাদীদের' প্রচার করছে।

 

রাফালের পর ৭৫-আই সাবমেরিন। যুদ্ধবিমানের পর যুদ্ধজাহাজ। ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে প্রতিরক্ষা চুক্তি নিয়ে গুরুতর অভিযোগ তুলল কংগ্রেস। এক সাংবাদিক সম্মেলন করে কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালা এবং জয়বীর শেরগিল মোদী সরকারের বিরুদ্ধে ডিফেন্স প্রকিউরমেন্ট প্রসিডিওর লঙ্ঘন করার অভিযোগ করলেন। তাঁদের দাবি ভারতীয় নৌবাহিনীর 'এমপাওয়ার্ড কমিটি'র সুপারিশছিল সরকারি সংস্থা 'মাজাগন ডকস শিপবিল্ডার্স লিমিটেড' অথবা বেসরকারি 'লারসেন অ্যান্ড ট্যুব্রো' বরাত দেওয়া হোক ৭৫-আই সাবমেরিন প্রকল্পের। কিন্তু কংগ্রেসের অভিযোগ, সেই সুপারিশে কান না দিয়ে ৪৫,০০০ কোটি টাকার এই প্রতিরক্ষা প্রকল্প সরকার আদানি গোষ্ঠীর নতুন সংস্থা আদানি ডিফেন্স জেভি-কে দিতে চলেছে। এই গোষ্ঠীর এর আগে কোনও সাবমেরিন উৎপাদনের পূর্ব-অভিজ্ঞতা নেই, প্রয়োজনীয় ক্রেডিট রেটিং-ও নেই। এভাবে সরকার তাদের 'ঘনিষ্ঠ পুঁজিবাদীদের' পকেট ভরছে। এখনও অবধি, এই অভিযোগের বিষয়ে সরকার বা আদানী গোষ্ঠীর কেউই কোনও প্রতিক্রিয়া দেয়নি।

04:15বড়দিনের অনুষ্ঠানে মাতলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সকলকে জানালেন শুভেচ্ছা09:16শতবর্ষে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী, শ্রদ্ধা নিবেদন রাষ্ট্র নেতাদের03:57Assam : অসমে অ্যাকশন শুরু, জালে বড় পাণ্ডা! খপাখপ শয়তান জঙ্গিগুলোকে ধরল পুলিশ12:45কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী09:42'কুয়েত যেন মিনি হিন্দুস্তান' কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?05:30হিন্দু ধর্ম রক্ষার্থে বড় পদক্ষেপ যোগী আদিত্যনাথের, দেখুন কী বললেন তিনি04:55CM Yogi : 'সম্ভলের ঘটনায় একজনকেও ছাড়ব না' বিরোধীদের ধুয়ে দিলেন যোগী আদিত্যনাথ03:10Abhishek Banerjee: 'এক দেশ এক নির্বাচন কথাটাই হাস্যকর' লোকসভায় এ কী বললেন অভিষেক?06:10কেন সংবিধান সংশোধন করেছিলেন? নিজেই প্রশ্ন করে নিজেই জবাব দিলেন প্রধানমন্ত্রী মোদী05:46'জওহরলাল নেহেরুর জন্যই এত গণ্ডগোল' ভরা লোকসভায় এ কী বললেন প্রধানমন্ত্রী?