১৩ ডিসেম্বর, অর্থাৎ সোমবার বারাণসীতে গিয়েছেন নরেন্দ্র মোদী। দুদিন ব্যাপী এই সফরের প্রথম পর্যায় রয়েছে কাশী বিশ্বনাথ ধামের করিডোরের উদ্বোধন। মঙ্গলবার কাশীতে গিয়ে প্রথমে গঙ্গাস্নান সারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
১৩ ডিসেম্বর, অর্থাৎ সোমবার বারাণসীতে গিয়েছেন নরেন্দ্র মোদী। দুদিন ব্যাপী এই সফরের প্রথম পর্যায় রয়েছে কাশী বিশ্বনাথ ধামের করিডোরের উদ্বোধন। মঙ্গলবার কাশীতে গিয়ে প্রথমে গঙ্গাস্নান সারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথমে কাল ভৈরব মন্দিরে যান প্রধানমন্ত্রী। সেখানে আরতিও করেন মোদী। এরপর ক্রুজে করেই পৌঁছে যান ললিতা ঘাটে। সেখানে গঙ্গা স্নান সারেন তিনি। এরপর ওই কলস থেকে গঙ্গা জল তুলে নিয়ে চলে যান কাশী বিশ্বনাথ মন্দিরে। ললিতা ঘাট থেকে পায়ে হেঁটে মন্দিরে যান তিনি। সেই গঙ্গা জল ঢালেন কাশী বিশ্বনাথের মাথায়। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সাজিয়ে তোলা হয় কাশী বিশ্বনাথ মন্দির চত্বর। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে মন্দির চত্বর ও ঘাটগুলি। প্রসঙ্গত, প্রকল্পের প্রথম পর্যায়ে মোট ২৩টি ভবনের উদ্বোধন হবে। থাকছে শ্রী কাশী বিশ্বনাথ মন্দিরে আসা তীর্থযাত্রীদের জন্য বিভিন্ন সুবিধা প্রদান। এর মধ্যে রয়েছে- যাত্রী সুবিধা কেন্দ্র, পর্যটন সুবিধা কেন্দ্র, বৈদিক কেন্দ্র, মুমুকশু ভবন, ভোগশালা, সিটি মিউজিয়াম, ভিউয়িং গ্যালারি, ফুড কোর্ট সহ অন্যান্য। ৭৫ মিটারের বিস্তির্ণ করিডোর, সঙ্গে রয়েছে বিশেষ আর্কিটেকের নিদর্শণ। ৯০০ কোটির বেশি বিনিয়োগ করাা হয়েছে এই ধামের নির্মাণে। বিভিন্ন দিক থেকে যা গঙ্গার সঙ্গে যুক্ত হয়েছে।