নিয়মের অন্যথা করলেন না নরেন্দ্র দামোদরদাস মোদী। নিজের ৬৯তম জন্মদিন পালন করলেন মা হীর বেনের পা ছুঁয়ে আশীর্বাদ নিয়ে। মায়ের সঙ্গে দেখা করতে সোমবার রাতেই গুজরাট পৌঁছে যান প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদীর জন্ম ১৯৫০ খ্রীষ্টাব্দের ১৭ সেপ্টেম্বর। তৎকালীন বম্বে প্রেসিডেন্সির মহেসানা জেলার বড়নগরে অত্যন্ত সাধারণ পরিবারে। বাবা-মার চার সন্তানের মধ্যে তৃতীয় ছিলেন মোদী। ছোটবেলায় স্বামী বিবেকানন্দের জীবন তাঁকে বিশেষভাবে অনুপ্রাণিত করে। সাধারণ মানের ছাত্র হিসাবেই বিদ্যালয়ের পড়াশোনা শেষ করেন। পরবর্তী সময়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘে যোগ দেন। সতেরো বছর বয়সে ঘর ছাড়েন মোদী। ২০০১ সালে কেশুভাই পটেলের স্বাস্থ্য ভেঙে পড়ার কারণে মোদীকে গুজরাটের মুখ্যমন্ত্রী করা হয়। ২০১৪ সালে প্রথমবার ভারতের প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন। তবে ব্যস্ত কর্মসূচির মধ্যে মায়ের আশীর্বাদ নিতে ভোলেন না মোদী। প্রধানমন্ত্রী হওয়ার পরও তাঁকে মায়ের পা ছুঁয়ে প্রণাম করতে দেখা গেছে। মায়ের আশীর্বাদ নেওয়ার পর এদিন প্রধানমন্ত্রী গেলেন সর্দার সরোবর বাঁধ পরিদর্শনে। এদিকে প্রধানমন্ত্রীর জন্মদিন সারা দেশে সেবা সপ্তাহ হিসাবে পালন করছেন বিজেপি কর্মীরা। মোদীর লোকসভা কেন্দ্র বারাণসীতে আয়োজন করা হয়েছে বিশেষ পুজোর।