নাগরিকত্ব বিল ২০১৯ নিয়ে এখন তোলপাড় অসম-সহ ত্রিপুরা ও মেঘালয়। অসমে হিংসাত্মক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলিও চালিয়েছেে। এতে অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি যে দিকে গড়াচ্ছে তাতে বিপর্যস্ত জনজীবন। গুয়াহাটিতে জারি করা হয়েছে কারফিউ। মিটিং-মিছিলে এখনও সেভাবে সর্বাত্মকভাবে ১৪৪ ধারা প্রয়োগ করা হয়নি। তবে, কিছু কিছু এলাকায় ১৪৪ ধারা প্রয়োগ করা হয়েছে। অসম নাগরিকত্ব বিলের বিরোধিতা করা গণসংগঠনগুলির দাবি, এই বিল প্রত্যাহার করতে হবে। যদিও নাগরিকত্ব বিল ২০১৯ নিয়ে উত্তর-পূর্ব ভারতকে বৃহস্পতিবার বার্তা দিয়েছেন নরেন্দ্র মোদী। ধানবাদে এক জনসভা থেকে প্রধানমন্ত্রী বলেন, নাগরিকত্ব বিল ২০১৯-এর সঙ্গে ভারতীয় নাগরিকদের কোনও সম্পর্ক নেই। যে সব শরণার্থী ৩১ ডিসেম্বর, ২০১৪ সালের আগে ভারতে এসেছেন তাদের নাগরিকত্ব প্রদানের জন্য এই বিল। আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ-সহ বিভিন্ন দেশ থেকে আসা হিন্দু, জৈন, পার্সি, শিখ, খ্রিস্টান শরণার্থীদের জন্য নাগরিকত্ব বিল ২০১৯। কংগ্রেস এবং তাদের সহযোগী রাজনৈতিক দলগুলি ভুল বোঝাচ্ছে এবং মানুষকে বিপথে চালিত করছে বলেও জানান প্রধানমন্ত্রী।