এখনও দেশের মোট আত্মঘাতি মানুষের ৭.৭ শতাংশই এখনও কৃষক বা খেতমজুর। তাঁদের মধ্যে পুরুষের সংখ্যাটাই বেশি। তবে বেশ কিছু নারীও রয়েছেন। তাঁদের সংখ্যাটার অনুপাতটা কত? ভারতে মোট আত্মঘাতি মানুষের সংখ্যাটাই বা কত? কোন রাজ্যে আত্মহত্যার ঘটনা সবচেয়ে বেশি? কী তথ্য দিল এনসিআরবি? দেখুন।
ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো সম্প্রতি ভারতে দুর্ঘটনাজনিত মৃত্যু ও আত্মহত্যা সংক্রান্ত তথ্য নিয়ে এক রিপোর্ট পেশ করেছে। তাতে বলা হয়েছে, ২০১৮ সালে মোট ১০,৩৪৯ জন কৃষক এবং খেতমজুর আত্মহত্যা করেছেন। ২০১৬ সালের থেকে সংখ্যাটা সামান্য হ্রাস পেলেও সেটা যথেষ্ট নয়। কারণ এখনও দেশের মোট আত্মঘাতি মানুষের ৭.৭ শতাংশই এখনও কৃষক বা খেতমজুর। তাঁদের মধ্যে পুরুষের সংখ্যাটাই বেশি। তবে বেশ কিছু নারীও রয়েছেন। তাঁদের সংখ্যাটার অনুপাতটা কত? ভারতে মোট আত্মঘাতি মানুষের সংখ্যাটাই বা কত? কোন রাজ্যে আত্মহত্যার ঘটনা সবচেয়ে বেশি? কী তথ্য দিল এনসিআরবি? দেখুন।