গোটা দেশের সঙ্গে কলকাতাও শুরু হয়েছে জাতীয় তদন্ত সংস্থা বা এনআইএ-র তল্লাশি অভিযান। পার্ক সার্কাস এলাকায় শেখ মোত্তারের বাড়িতে তল্লাশি অভিযান হচ্ছে। সূত্রের খবর দেশবিরোধী কার্যকলাপ ও সন্ত্রাবাদী কার্যপকালেরর সঙ্গে যুক্ত মোক্তার শেখ। আর সেই কারণে তল্লাশি চালাচ্ছে।
গোটা দেশের সঙ্গে কলকাতাও শুরু হয়েছে জাতীয় তদন্ত সংস্থা বা এনআইএ-র তল্লাশি অভিযান | পার্ক সার্কাস এলাকায় শেখ মোত্তারের বাড়িতে তল্লাশি অভিযান হচ্ছে | সূত্রের খবর দেশবিরোধী কার্যকলাপ ও সন্ত্রাবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত শেখ মোত্তার | শেখ মোত্তার পপুলার ফ্রন্ট-এর একজন কর্মী | দেশ জুড়ে পপুলার ফ্রন্ট-এর নেতা কর্মী মিলিয়ে প্রায় ১০০ জনকে গ্রেফতার করা হয়েছে | এনআইএ-র সঙ্গে তল্লাশি অভিযানে সামিল হয়েছে এনফোর্স ডিরেক্টরেট বা ইডি