পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন তিনি পরীক্ষা ও পড়াশুনা নিয়ে ছাত্র-ছাত্রীদের একাধিক প্রশ্নের উত্তর দেন।
পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার দিল্লিতে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান। বিভিন্ন স্কুলের পড়ুয়াদের পাশাপাশি শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরাও অংশ নেন এই অনুষ্ঠানে। তাঁরাও প্রধানমন্ত্রী মোদীর কাছে প্রশ্ন করেন। এদিন আত্মবিশ্বাসের পাশাপাশি আধুনিক শিক্ষা ব্যবস্থা সবকিছু নিয়েই তিনি খোলামনে আলোচনা করেন। তুলে ধরেন নিজের মতামত। প্রধানমন্ত্রী এদিন পড়ুয়াদের প্রতিকুলতা উপেক্ষা করে এগিয়া যাওয়ার কথা বলেন। তিনি জোর দেন নারী শিক্ষার ওপর। শুধু শিক্ষা নয়, ক্রীড়া ও সংস্কৃতিকক্ষেত্রে তিনি উন্নতির কথাও তুলে ধরেন। পরীক্ষা পে চর্চা- ২০২২ - শুক্রবার সকাল ১১ টায় নয়াদিল্লির তালকাটোরা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল। প্রধানমন্ত্রী মোদি সারা ভারতের ছাত্র, অভিভাবক এবং শিক্ষকদের সাথে প্রাক-পরীক্ষা সংক্রান্ত বিষয়, যেমন প্রস্তুতির পদ্ধতি এবং চাপ ব্যবস্থাপনার বিষয়ে মতবিনিময় করেছেন।