গত কয়েকদিন ধরেই লাগাতার তুষারপাত চলছে হিমাচলপ্রদেশ জুড়ে। রোটাং পাস, লাহুল-স্পিতির মত সাদা বরফের চাদরে ঢেকেছে পর্যটকদের অন্যতম পছন্দের জায়গা কুলুও। কুলু জেলার সোলাং নুলায় ঝিরঝিরে বৃষ্টির মত লাগাতার হয়ে চলেছে তুষার পাত। আর তার ভরপুর মজা নিয়ে চলেছেন পর্যটকের দল। পেজা তুলোর মত বরফ হাতে নিয়ে চলছে খেলা আর দেদার সেলফি তোলা। সাদা বরফে ঢেকে গিয়েছে পাহাড়গুলি, বরফ জমেছে রাস্তাতেও। নিকাপত্তার কারণে জাতীয় সড়ক ৩০৫-এ বন্ধ করে দেওয়া হয়েছে কুলুর জালোরি পাসে গাড়ি চলাচল। ভারি তুষারপাতের জেরে তাপমাত্রা কমেছে লাহুল-স্পিতিরও।
গত কয়েকদিন ধরেই লাগাতার তুষারপাত চলছে হিমাচলপ্রদেশ জুড়ে। রোটাং পাস, লাহুল-স্পিতির মত সাদা বরফের চাদরে ঢেকেছে পর্যটকদের অন্যতম পছন্দের জায়গা কুলুও। কুলু জেলার সোলাং নুলায় ঝিরঝিরে বৃষ্টির মত লাগাতার হয়ে চলেছে তুষার পাত। আর তার ভরপুর মজা নিয়ে চলেছেন পর্যটকের দল। পেজা তুলোর মত বরফ হাতে নিয়ে চলছে খেলা আর দেদার সেলফি তোলা। সাদা বরফে ঢেকে গিয়েছে পাহাড়গুলি, বরফ জমেছে রাস্তাতেও। নিকাপত্তার কারণে জাতীয় সড়ক ৩০৫-এ বন্ধ করে দেওয়া হয়েছে কুলুর জালোরি পাসে গাড়ি চলাচল। ভারি তুষারপাতের জেরে তাপমাত্রা কমেছে লাহুল-স্পিতিরও।