আগামী ১৭ই সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন , তারই শুভেচ্ছা জানাতে অন্ধ্রপ্রদেশ থেকে দিল্লীর উদ্দেশ্যে রওনা পাথিপতি নরহরি নামে এক যুবকের |
প্রধানমন্ত্রী মোদীর পরিকল্পনা এবং প্রশাসন দ্বারা প্রভাবিত হয় অন্ধ্রপ্রদেশের বাডভেলের এক যুবক | পাথিপতি নরহরি নামে এক যুবক প্রধানমন্ত্রী জন্মদিনের শুভেচ্ছা জানাতে নিলেন অভিনব উপায় | পায়ে হেঁটে অন্ধ্রপ্রদেশ থেকে দিল্লী পৌঁছে মোদীকে জানাতে চান জন্মদিনের শুভেচ্ছা | ১৭ই জুলাই সে যাত্রা শুরু করে, মোট যাত্রা পথ ২০০০ কিমির উপর | সে প্রতিদিন ৩৫ থেকে ৪৫ কিমি যাত্রা করে | আরএসএস নেতারা তার খাবার ও বাসস্থানের দেখাশোনা করছেন | যদি সেরকম কোনো ব্যবস্থা না থাকে, সে যে কোনো খাবারের দোকানে খায় এবং মন্দির বা পেট্রোল স্টেশনে ঘুমায়