সকাল সকাল আতঙ্ক ছড়াল পাটনা শহরে। খাজেকালা এলাকা থেকে উদ্ধার হল বোমা তৈরি প্রচুর সামগ্রী। একটি বন্ধ বাড়ির ভিতর এই বিস্ফোরকগুলি রাখা ছিল বলে জানা যাচ্ছে। বম্ব স্কোয়াড ইতিমধ্যে বিস্ফোরকগুলি নিষ্ক্রিয় করেছে। ঘটনায় ইতিমধ্যে এক সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছএন পাটনার শহরের এসপি (পূর্ব) জিতেন্দ্র কুমার। এদিকে খবর ছড়িয়ে পড়তেই বিহারের রাজধানী জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বন্ধ থাকা বাড়িটি দেখতে ভিড় জমাতে থাকে উৎসাহী জনতা। এদিকে বিস্ফোরক উদ্ধারের পরেই পাটনা শহরের নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে। কীভাবে এই বোমা তৈরির সামগ্রীগুলি এল তা তদন্ত করে দেখছে পাটনা পুলিশ।
সকাল সকাল আতঙ্ক ছড়াল পাটনা শহরে। খাজেকালা এলাকা থেকে উদ্ধার হল বোমা তৈরি প্রচুর সামগ্রী। একটি বন্ধ বাড়ির ভিতর এই বিস্ফোরকগুলি রাখা ছিল বলে জানা যাচ্ছে। বম্ব স্কোয়াড ইতিমধ্যে বিস্ফোরকগুলি নিষ্ক্রিয় করেছে। ঘটনায় ইতিমধ্যে এক সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছএন পাটনার শহরের এসপি (পূর্ব) জিতেন্দ্র কুমার। এদিকে খবর ছড়িয়ে পড়তেই বিহারের রাজধানী জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বন্ধ থাকা বাড়িটি দেখতে ভিড় জমাতে থাকে উৎসাহী জনতা। এদিকে বিস্ফোরক উদ্ধারের পরেই পাটনা শহরের নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে। কীভাবে এই বোমা তৈরির সামগ্রীগুলি এল তা তদন্ত করে দেখছে পাটনা পুলিশ।