দু'দিনের কাশী সফরে গিয়েছেন মোদী। সোমবার কাশীতেই ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন মধ্যরাতে উন্নয়ন কাজ পরিদর্শনে বেরোন তিনি। বারাণসীতে বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেন। জনসাধারণের কথা ভেবেই মধ্যরাতে বেরোন তিনি।
দু'দিনের কাশী সফরে গিয়েছেন মোদী। সোমবার কাশীতেই ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন মধ্যরাতে উন্নয়ন কাজ পরিদর্শনে বেরোন তিনি। বারাণসীতে বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেন। জনসাধারণের কথা ভেবেই মধ্যরাতে বেরোন তিনি। যাতে মানুষের কোনওরকম অসুবিধা না হয় সেই কথা ভেবেই রাতে কাশীর উন্নয়ন দেখতে বেরোন প্রধানমন্ত্রী। মধ্যরাতেও মোদীকে দেখতে কাশীর রাস্তায় মানুষের ভিড়। প্রসঙ্গত, দু'দিনের কাশী সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার কাশী সফরের প্রথম দিনেই তিনি কাশী বিশ্বনাথ মন্দিরের করিডোর উদ্বোধন করেন। সন্ধ্যাবেলায় গঙ্গাঘাটে সন্ধ্যারতিও দেখেন প্রধানমন্ত্রী। এদিনই মধ্যরাতে তিনি উন্নয়ন কাজ পরিদর্শনে বেরোন। সাধারণ মানুষে যাতে কোনও অসুবিধা না হয় সেই কথা ভেবেই রাতে বেরোন তিনি। তাঁর সঙ্গে ছিলেন যোগী আদিত্যনাথও। প্রধানমন্ত্রীর জন্য নিরাপত্তার বলয়ে ঢেকে ফেলা হয় গোটা এলাকা। তবে মোদীকে একবার দেখার জন্য রাতেও কাশীর রাস্তায় ভিড় জমান সাধারণ মানুষ।