ঠিত এক বছর আগে সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিনে স্ট্যাচু অফ ইউনিটির উদ্বোধন করেছিলেন নরেন্দ্র মোদী। বছর ঘুরতে ফের ফিরে এলেন এখানে। সর্দার প্যাটেলের ১৪৪ তম জন্ম বার্ষিকীতে স্ট্যাচু অফ ইউনিটিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করলেন মোদী।
ঠিত এক বছর আগে সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিনে স্ট্যাচু অফ ইউনিটির উদ্বোধন করেছিলেন নরেন্দ্র মোদী। বছর ঘুরতে ফের ফিরে এলেন এখানে। সর্দার প্যাটেলের ১৪৪ তম জন্ম বার্ষিকীতে স্ট্যাচু অফ ইউনিটিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করলেন মোদী। সর্দারের জন্মদিনকে রাষ্ট্রীয় একতা দিবস হিসাবে পালন করছে কেন্দ্রের মোদী সরকার। এই উপলক্ষ্যে দেশজুড়েই চলছে দেশনায়ককে শ্রদ্ধা নিবেদন। এদিন স্ট্যাচু অফ ইউনিটির সামনেও আয়োজন করা হয়েছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের। দর্শক হিসাবে উপস্থিত ছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈচিত্র্যর মাঝে এক্যই আমাদের গর্ব এবং পরিচয়, বার্তা দেন প্রধানমন্ত্রী। দেশ জুড়ে এদিন রান ফর ইউনিটিরও আয়োজন করা হয়েছিল।