PM Modi : নিজের কনভয় থামিয়ে অ্যাম্বুলেন্সকে যাওয়ার পথ করে দিলেন প্রধানমন্ত্রী মোদী, দেখুন

গুজরাট সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অ্যাম্বুলেন্সকে পথ দিতে থামল প্রধানমন্ত্রী মোদীর কনভয়। আহমেদাবাদ থেকে গান্ধীনগর যাচ্ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সময় মুমূর্ষু রোগী নিয়ে একটি অ্যাম্বুলেন্স ঢুকে পড়ে তার কনভয়ে। তখন প্রধানমন্ত্রী তার কনভয় দাঁড় করিয়ে দেন। এবং অ্যাম্বুলেন্সকে যাওয়ার পথ করে দেন। এই ভিডিও এখন নেট মাধ্যমে ভাইরাল। সকলেই প্রধানমন্ত্রী মোদীর প্রশংসা করছেন।

গুজরাট সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অ্যাম্বুলেন্সকে পথ দিতে থামল প্রধানমন্ত্রী মোদীর কনভয়। আহমেদাবাদ থেকে গান্ধীনগর যাচ্ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সময় মুমূর্ষু রোগী নিয়ে একটি অ্যাম্বুলেন্স ঢুকে পড়ে তার কনভয়ে। তখন প্রধানমন্ত্রী তার কনভয় দাঁড় করিয়ে দেন। এবং অ্যাম্বুলেন্সকে যাওয়ার পথ করে দেন। এই ভিডিও এখন নেট মাধ্যমে ভাইরাল। সকলেই প্রধানমন্ত্রী মোদীর প্রশংসা করছেন।

04:13'এই ভাইরাস ভারতে নতুন নয়', এইচএমপিভি নিয়ে দেশবাসীকে আশ্বস্ত করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা02:49HMPV India : ভারতে ঢুকে পড়ল চীনের নতুন ভাইরাস এইচএমপিভি! বেঙ্গালুরুতে প্রথম পজেটিভ রোগী, উদ্বেগ বাড়ছে দেশে03:40PM Modi : নিজের জন্য কাঁচের প্রাসাদ বানাতে পারতাম, করিনি! দেশবাসীদের জন্য স্থায়ী বাড়ি দিয়েছি : মোদী09:59'AAP গত ১০ বছরে দিল্লির বড় ক্ষতি করে দিয়েছে' নির্বাচনী প্রচারে গিয়ে বিস্ফোরক নরেন্দ্র মোদী03:14China HMPV Virus : ফের হবে লকডাউন? চিনে দাপিয়ে বেড়াচ্ছে ভয়ঙ্কর ভাইরাস! আতঙ্ক ভারতেও? দেখুন10:04গ্রামের মানুষদের জন্য দারুন সুখবর দিলেন প্রধানমন্ত্রী মোদী, দেখুন কী বলছেন05:59'আমার স্বপ্ন প্রতিটা মানুষ যেন থাকার জন্য পাকা বাড়ি পায় আর আমি সেটা সত্যি করব' মন্তব্য প্রধানমন্ত্রী মোদীর03:12'গ্রামের ছেলে হয়েও এত বড় গায়ক', দিলজিতের প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী05:14প্রয়াত মনমোহন সিংয়ের স্মৃতিচারণায় মোদী, দেখুন কী বললেন ভারতের বর্তমান প্রধানমন্ত্রী04:15বড়দিনের অনুষ্ঠানে মাতলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সকলকে জানালেন শুভেচ্ছা
Read more