গোলামির আরও একটি প্রতীক থেকে মুক্ত হল ভারত, কর্তব্যপথে নেতাজির মূর্তি উন্মোচন করে এই কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
গোলামির আরও একটি প্রতীক থেকে মুক্ত হল ভারত | কর্তব্যপথে নেতাজির মূর্তি উন্মোচন করে এই কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী | তিনি আরও বলেন, নেতাজির আদর্শে যদি ভারত স্বাধীনতার পর থেকে পথ চলত তাহলে ভারত অনেক এগিয়ে যেত | তিনি আরও বলেন আজ রাজপথ কর্তব্যপথ হয়েছে | জর্জ পঞ্চমের মূর্তি সরিয়ে দিয়ে নেতাজির মূর্তি স্থাপন করা হয়েছে |