রবিবার ভোট ছিল পঞ্জাবে। সকাল থেকেই শুরু হয় পঞ্জাবে ভোট। বিকলাঙ্গ থেকে কনে সকলেই সেখানে ভোট দিলেন। পঞ্জাব ভোটের এমনই ছবি ধরা পড়ল। কনের সাজে সেখানে ভোট দিতে দেখা যায় এক ভোটারকে। এক ব্যক্তিকে বরের সাজেও দেখা যায় সেখানে।
দেশের মোট পাঁচ রাজ্যে শুরু হয়েছে বিধানসভা নির্বাচন। মোট ৭ দফায় হবে নির্বাচন। মণিপুর, উত্তরপ্রদেশ, পঞ্জাব, উত্তরাখণ্ড এবং গোয়া এই পাঁচ রাজ্যে রয়েছে বিধানসভায় ভোট। ইতিমধ্য্যেই ২ দফায় নির্বাচন হয়ে দিয়েছে। ২০ ফেব্রুয়ারি নির্বাচন রয়েছে পঞ্জাবে। এদিন সকাল থেকেই শুরু হয়ে যায় সেখানে ভোট। রবিবার ভোট ছিল পঞ্জাবে। সকাল থেকেই শুরু হয় পঞ্জাবে ভোট। বিকলাঙ্গ থেকে কনে সকলেই সেখানে ভোট দিলেন। পঞ্জাব ভোটের এমনই ছবি ধরা পড়ল। কনের সাজে সেখানে ভোট দিতে দেখা যায় এক ভোটারকে। এক ব্যক্তিকে বরের সাজেও দেখা যায় সেখানে। প্রসঙ্গত, কংগ্রেস শাসিত পঞ্জাবে ২০ ফেব্রুয়ারি, রবিবার থেকে শুরু হয়ে গিয়েছে বিধানসভা ভোট। সকাল থেকে শুরু হয় ভোটগ্রহণ, ভোট চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এই ভোটের ফল জানা যাবে ১০ মার্চ, পাঁচ রাজ্যেই সেদিন ভোটের ফল ঘোষণা হবে।