ভোট কেন্দ্রে বিকলাঙ্গ থেকে বিয়ের সাজে কনে, এক নজরে দেখে নিন পঞ্জাবের ভোটের কিছু ছবি

রবিবার ভোট ছিল পঞ্জাবে। সকাল থেকেই শুরু হয় পঞ্জাবে ভোট। বিকলাঙ্গ থেকে কনে সকলেই সেখানে ভোট দিলেন। পঞ্জাব ভোটের এমনই ছবি ধরা পড়ল। কনের সাজে সেখানে ভোট দিতে দেখা যায় এক ভোটারকে। এক ব্যক্তিকে বরের সাজেও দেখা যায় সেখানে।
 

দেশের মোট পাঁচ রাজ্যে শুরু হয়েছে বিধানসভা নির্বাচন। মোট ৭ দফায় হবে নির্বাচন। মণিপুর, উত্তরপ্রদেশ, পঞ্জাব, উত্তরাখণ্ড এবং গোয়া এই পাঁচ রাজ্যে রয়েছে বিধানসভায় ভোট। ইতিমধ্য্যেই ২ দফায় নির্বাচন হয়ে দিয়েছে। ২০ ফেব্রুয়ারি নির্বাচন রয়েছে পঞ্জাবে। এদিন সকাল থেকেই শুরু হয়ে যায় সেখানে ভোট। রবিবার ভোট ছিল পঞ্জাবে। সকাল থেকেই শুরু হয় পঞ্জাবে ভোট। বিকলাঙ্গ থেকে কনে সকলেই সেখানে ভোট দিলেন। পঞ্জাব ভোটের এমনই ছবি ধরা পড়ল। কনের সাজে সেখানে ভোট দিতে দেখা যায় এক ভোটারকে। এক ব্যক্তিকে বরের সাজেও দেখা যায় সেখানে। প্রসঙ্গত, কংগ্রেস শাসিত পঞ্জাবে ২০ ফেব্রুয়ারি, রবিবার থেকে শুরু হয়ে গিয়েছে বিধানসভা ভোট। সকাল থেকে শুরু হয় ভোটগ্রহণ, ভোট চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এই ভোটের ফল জানা যাবে ১০ মার্চ, পাঁচ রাজ্যেই সেদিন ভোটের ফল ঘোষণা হবে।  
 

05:14প্রয়াত মনমোহন সিংয়ের স্মৃতিচারণায় মোদী, দেখুন কী বললেন ভারতের বর্তমান প্রধানমন্ত্রী04:15বড়দিনের অনুষ্ঠানে মাতলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সকলকে জানালেন শুভেচ্ছা09:16শতবর্ষে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী, শ্রদ্ধা নিবেদন রাষ্ট্র নেতাদের03:57Assam : অসমে অ্যাকশন শুরু, জালে বড় পাণ্ডা! খপাখপ শয়তান জঙ্গিগুলোকে ধরল পুলিশ12:45কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী09:42'কুয়েত যেন মিনি হিন্দুস্তান' কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?05:30হিন্দু ধর্ম রক্ষার্থে বড় পদক্ষেপ যোগী আদিত্যনাথের, দেখুন কী বললেন তিনি04:55CM Yogi : 'সম্ভলের ঘটনায় একজনকেও ছাড়ব না' বিরোধীদের ধুয়ে দিলেন যোগী আদিত্যনাথ03:10Abhishek Banerjee: 'এক দেশ এক নির্বাচন কথাটাই হাস্যকর' লোকসভায় এ কী বললেন অভিষেক?06:10কেন সংবিধান সংশোধন করেছিলেন? নিজেই প্রশ্ন করে নিজেই জবাব দিলেন প্রধানমন্ত্রী মোদী