পঞ্জাবের মোহালি থেকে বিপুল ভোটে জয়ী কুলবন্ত সিং। মোহালি থেকে জয়ী আম আদমি পার্টির কুলবন্ত সিং। জয়ের আনন্দে জিপ নিয়ে রোড শো কুলবন্ত সিং-এর। ফুল দিয়ে সাজানো জিপে দেখা গেল তাঁকে। তাঁর সঙ্গেই রাস্তায় দেখা গেল আগুনতি মানুষের ঢল।
পঞ্জাবের মোহালি থেকে বিপুল ভোটে জয়ী কুলবন্ত সিং। মোহালি থেকে জয়ী আম আদমি পার্টির কুলবন্ত সিং। জয়ের আনন্দে জিপ নিয়ে রোড শো কুলবন্ত সিং-এর। ফুল দিয়ে সাজানো জিপে দেখা গেল তাঁকে। তাঁর সঙ্গেই রাস্তায় দেখা গেল আগুনতি মানুষের ঢল। মোহালি জেলার ৩টি বিধানসভা কেন্দ্রের ভোট গণনা শুরু হয় এদিন সকালে। মোহালি জেলায় তিনটি বিধানসভার মধ্যে রয়েছে - মোহালি, খারর এবং দেরাবসি। মোহালিতে পাঞ্জাব বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোট হয়। ২০ ফেব্রুয়ারি মোহলিতে ভোট হয়৷ এই জেলাটি রাজ্যের 'পোধ' এলাকায় পড়ে যেখানে পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি থাকেন৷ মোহলিতে প্রথম থেকেই বিপুল ভোটে এগিয়ে ছিল কুলবন্ত সিং। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আপ প্রার্থী কুলবন্ত সিং মোহালিতে ২২,০০০ ভোটে এগিয়ে যান। পরে সেখানে তিনি জয়লাভও করেন। তাঁর জয়ে খুশির মেজাজ সেখানে। জয়ের আনন্দে তাঁকে রোড শো করতেও দেখা গিয়েছে তাঁকে।