মুম্বই থেকে পুনে ছুটছে ডেকান এক্সপ্রেস স্পেশাল ট্রেন। ভারতীয় রেলের এটি একটি নতুন পরিষেবা। এই ট্রেনে রয়েছে ভিস্তাডোম কোচও। এই ট্রেন থেকে বাইরে তাকালেই সবুজে মোড়া চারপাশ মন কাড়বে সকলের। ট্রেনে বসেই প্রকৃতির কোলে হারিয়ার যাওয়ার অনুভূতি হবে যাত্রীদের। যাত্রীরা উপভোগ করবেন প্রাকৃতিক সৌন্দর্য। যাত্রা পথে দেখা মিলবে নদী, উপত্যকা এমনকি জলপ্রপাতেরও। এই ট্রেনেরই ভিডিও শেয়ার করলেন পীযূষ গোয়াল।