বছর শেষ হতে আর কিছু সময়ের অপেক্ষা। একটা বছর মানে নানান ঘটনা। চলুন ফিরে দেখি ২০২১ এ ভারতে ঘটে যাওয়া কিছু বড় ঘটনা। ২০২১ এ নীরজ চোপড়ার হাত ধরে ভারতের বড় প্রাপ্তি। টোকিও অলিম্পিক্সে ভারতকে সোনা এনে দেন নীরজ চোপড়া।
বছর শেষ হতে আর কিছু সময়ের অপেক্ষা। একটা বছর মানে নানান ঘটনা। চলুন ফিরে দেখি ২০২১ এ ভারতে ঘটে যাওয়া কিছু বড় ঘটনা। ২০২১ এ নীরজ চোপড়ার হাত ধরে ভারতের বড় প্রাপ্তি। টোকিও অলিম্পিক্সে ভারতকে সোনা এনে দেন নীরজ চোপড়া। ‘রাজীব গান্ধীর খেলরত্ন পুরস্কারের নাম বদলের ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। এই পুরষ্কারের নতুন নামকরণ হয় ‘মেজর ধ্যানচন্দ খেলরত্ন পুরস্কার’। তামিলনাড়ুতে ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনা। এই দুর্ঘটনায় মৃত্য়ু হয় সস্ত্রীক জেনারেল বিপিন রাওয়তের। ১৩ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে উদ্বোধন হয় কাশী বিশ্বনাথ মন্দির। ২০২১ সালে দেশের রাজনীতির অন্দরমহল নাড়িয়ে দেওয়া ঘটনা পেগাসাস ইস্যু। এই পেগাসাস এর মধ্যে দিয়ে ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যাওয়ার অভিযোগ ওঠে। ২০২১ এ বড় সাফল্য ভারতের। এবছরই ১০০ কোটি করোনা টিকাকরণের মাইলস্টোন পার করে ভারত। ৩ অক্টোবর লখিমপুর খেরিতে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অজয় মিশ্র টেনির পুত্র আশিস মিশ্রর গাড়ির তলায় চাপা পড়ে কেন্দ্রীয় কৃষি আইনের বিরোধিতা করে বিক্ষোভকারী চার কৃষকের মৃত্যু হয়। কৃষকদের দীর্ঘ লড়াইয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনটি বিতর্কিত কৃষি আইন তুলে নেওয়ার ঘোষণা করেন। নতুন সংসদ ভবন নির্মাণ বৃহত্তর সেন্ট্রাল ভিস্তা রিডেভেলপমেন্ট প্ল্যানের অন্তর্গত। এটি মোদীর একটি স্বপ্নের প্রকল্প। এই প্রকল্পের বিরুদ্ধে শীর্ষ আদালতে একগুচ্ছ আবেদন জমা পড়ে। সেই সব আবেদনই খারিজ করে সুপ্রিম কোর্ট। টানা বৃষ্টি এবং ধসে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয় উত্তরাখন্ডে। উত্তরাখন্ডের এই বিপর্যয় প্রাণ কাড়ে বহু মানুষের। মেয়েদের বিয়ের নূন্যতম বয়স ১৮ থেকে বাড়িয়ে ২১ করার কথা ঘোষণা করে প্রধানমন্ত্রী। সেই প্রস্তাবে অনুমোদন দেয় কেন্দ্রীয় মন্ত্রিসভা। ১6 নভেম্বর উত্তরপ্রদেশের পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সাড়ে বাইশ হাজার কোটি টাকায় তৈরি এই এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য ৩৪১ কিলোমিটার।