জম্মু-কাশ্মীরের সাম্বা সেক্টরে হদিশ মিলল গোপন সুরঙ্গের। জম্মুর সীমান্তে পাওয়া গিয়েছে এই সুরঙ্গটি। জম্মু বিএসএফ -এর আইজি এনএস জাম্বাল জানিয়েছেন, আনুমানিক ৩০-৪০ মিটার গভীর এই সুরঙ্গটি। টোল প্লাজা এনকাউন্টারে পাক সেনার হাত রয়েছে। এই সুরঙ্গ থেকে তা আরও একবার প্রমাণিত হল। জম্মু-কাশ্মীর পুলিশ ও বিএসএফ -এর উদ্যোগে সুরঙ্গের সন্ধান মিলেছে।