চিনা প্রেসিডেন্ট প্রথমবার এলেন তামিলনাড়ু মামাল্লাপুরমে। তাঁকে স্বাগত জানাতে তাই নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল হাজার বছরেরও পুরণো এই শহরকে। ঘরোয়া বৈঠকের পাশাপাশি মামাল্লাপুরমের দ্রষ্টব্য স্থানগুলি ঘুরে দেখবেন দুই রাষ্ট্রনেতা। সমুদ্র তীরবর্তী শহরের নিরাপত্তায় জলপথেও ছিল নৌবাহিনী ও উপকূলবর্তী বাহিনীর নজরদারি। মোদী -জিনপিং-এর এটা দ্বিতীয় ঘরোয়া বৈঠক। এর আগে ২০১৮ সালে জিনপিং-এর সঙ্গে মোদীর প্রথম বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল চিনে।
চিনা প্রেসিডেন্ট প্রথমবার এলেন তামিলনাড়ু মামাল্লাপুরমে। তাঁকে স্বাগত জানাতে তাই নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল হাজার বছরেরও পুরণো এই শহরকে। ঘরোয়া বৈঠকের পাশাপাশি মামাল্লাপুরমের দ্রষ্টব্য স্থানগুলি ঘুরে দেখবেন দুই রাষ্ট্রনেতা। সমুদ্র তীরবর্তী শহরের নিরাপত্তায় জলপথেও ছিল নৌবাহিনী ও উপকূলবর্তী বাহিনীর নজরদারি। মোদী -জিনপিং-এর এটা দ্বিতীয় ঘরোয়া বৈঠক। এর আগে ২০১৮ সালে জিনপিং-এর সঙ্গে মোদীর প্রথম বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল চিনে।