করোনা সংক্রমণ রুখতে ৩দিন বন্ধ রাজপুর-সোনারপুর -এর বাজার। আগেই জানিয়ে দেওয়া হয়েছিল সেই কথা। সেই মতই সোমবার থেকে বন্ধ বাজার। সেখানে চলছে এখন পুলিশি নজরদারি। করোনা সংক্রমণ প্রতিরোধে হাওড়ায় বিশেষ উদ্যোগ। সেখানে বাড়ানো হল কন্টেনমেন্ট এবং মাইক্রো কন্টেনমেন্ট জোন। মোট ৭৬ টি এলাকা চিহ্নিত করা হয়েছে সেখানে। সেখানে ৩ দিন বন্ধ থাকবে সমস্ত দোকান-বাজার। দেশে করোনা আক্রান্তের সংখ্যা নীম্নমুখি। সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ১৪৮ জন। দুই তৃণমূল কর্মীর বিবাদ ঘিরে চলল বাড়ি ভাঙচুর। জমি নিয়ে গন্ডগোলের জেরেই এমন ঘটনা বলে অভিযোগ। ঘটনায় আহত এক মহিলার সন্তান নিয়ে ঠাঁই হয়েছে গোয়াল ঘরে। তিন সন্তান নিয়ে গোয়াল ঘরেই দিন কাটছে এখন তাঁর। গভীর রাতে জোড়া বিস্ফোরণ জম্মু বিমানবন্দরের বায়ুসেনা স্টেশনে। পাঁচ মিনিটের ব্যবধানে দু’টি বিস্ফোরণ ঘটে সেখানে। তাতেই জখম হন ২ জন। পুলিশ অফিসারের বাড়িতে জঙ্গি হামলা। চলে এলোপাথারি গুলি। গুলিতে নিহত পুলিশ কর্মী ও তাঁর স্ত্রী। গুরুতর আহত তাঁদের মেয়েও। রবিবার রাতে ঘটনাটি ঘটে জম্মু ও কাশ্মীরের অবন্তীপোরায়। প্রায় ২৯জন মাধ্যমিক পরীক্ষার্থীর ফর্ম ফিলাপ হয়নি, অথচ তালিকা পর্ষদে পাঠালো স্কুল। এমনটাই অভিযোগ উঠেছে উত্তর দিনাজপুরের করণদিঘি -র মাদারগাছী হাইস্কুলের বিরুদ্ধে। সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। অতি ভারী বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে উত্তরবঙ্গে। নদীর জলস্তর বাড়ার সম্ভবনা। আসানসোলের তৃণমূলী নেতা-মন্ত্রীরা তোমাদের আশানরুপ এলাকায় 'সিন্ডিকেট-তোলাবাজির''সুযোগ করে দিয়ে তোমাদের ভালো রাখবে এই কামনা করি। আসানসোলে বিজেপি -র ভাঙন নিয়ে বিস্ফোরক মন্তব্য বাবুল সুপ্রিয়-র।