বাবার মোমের মূর্তি-র সামনে বিয়ে করল মেয়ে,তেলেঙ্গানার এই ভিডিও এখন ভাইরাল নেটদুনিয়ায় |
বাবার মোমের মূর্তি-র সামনে বিয়ে করল মেয়ে,তেলেঙ্গানার এই ভিডিও এখন ভাইরাল নেটদুনিয়ায়|বিয়ের কনে সাই-এর বাবা প্রয়াত হয়েছেন | বিয়ের সময় মনকষ্ঠে ছিলেন সাই, কিন্তু বিয়ের আসরে চমক | সাই-এর ভাই-এর মাথায় থেকে বের হয়েছিল মোমের মূর্তির ভাবনা | কাউকে না জানিয়েই সাই-এর ভাই তাঁদের বাবার মোমের মূর্তি করান | আর বিয়ের দিন শেরওয়ানি চাপিয়ে সেই মোমের মূর্তি আনা হয় | বাবা মোমের মূর্তি দেখে আবেগ তাড়িত হয়ে পড়েন সাই |পরিবারের অন্য সদস্যদের চোখেও তখন আনন্দের অশ্রু বয়ে চলেছে